Header Ads

ওয়েস্ট ইন্ডিস সফরের জন্য ভারতীয় দল ঘোষণা বিসিসিআইয়ের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিস সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। অধিনায়ক থাকবেন বিরাট কোহলিই। তবে ওয়ান ডে এবং টি -টুয়েন্টি ম্যাচে রোহিতকে সরিয়ে রাহানেকে সহ অধিনায়ক করা হয়েছে। ৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিস সফরে যাবে ভারতীয় দল। সফরে তিনটি করে এক দিনের এবং টি টুয়েন্টি ম্যাচ খলবে টিম ইন্ডিয়া। টেস্ট খেলবে দুটো। রবিবার নিৰ্বাচকরা তিন ফৰ্মেটের জন্য দল ঘোষণা করলেন। টেস্ট দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা, রোহিত শৰ্মা। টেস্টের ১৬ জনের দলে বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুল চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, রোহিত শৰ্মা, রিষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, রবীন্দ্ৰ জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শৰ্মা, মহম্মদ শামি, জসপ্ৰিত বুমরা, উমেশ যাদব রয়েছেন। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
ওয়ান ডে দলে রয়েছেন বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শৰ্মা (সহ অধিনায়ক), শিখর ধওয়ন, কে এল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্ৰ জাদেজা, শ্ৰেয়শ আয়ার, মনীশ পাণ্ডে, মহম্মদ শামি, যজুবেন্দ্ৰ চাহাল, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ এ নভদীপ সাইনি।

টি টুয়েন্টি দলে রয়েছেন বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), শিখর ধওয়ন, কেএল রাহুল, শ্ৰেয়শ আয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্ৰ জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ক্ৰুনাল পান্ড্য, দীপক চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নভদীপ সাইনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.