Header Ads

পদ মর্যাদায় মুকুল রায়, জয় বন্দ্যোপাধ্যায় সমান, 'চাণক্যে'র অবস্থান নিয়ে জল্পনা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : শুধুমাত্র বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য মুকুল রায়। এর থেকে বেশি কিছু নয়। লোকসভা ভোটে রাজ্যে থেকে বিজেপি ১৮ টি আসন জেতার পিছনে মুকুল রায়ে হাত যে অনেকটাই তা আড়াল থেকে স্বীকার করে তৃণমূলও। যদিও ভোটের ফল বেরনোর দুমাস পরেই দলে মুকুল রায়ের পদমর্যাদা একই রয়েছে। এখন মুকুল রায় আর জয় বন্দ্যোপাধ্যায় একই আসনে।
সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায়কে আগের মতো রাজ্য বিজেপির সদর দফতরে দেখা যাচ্ছে না। কোনও প্রয়োজনে তিনি অনুগামী কিংবা সাংবাদিকদের ডেকে নিচ্ছেন এলগিন রোডের ফ্ল্যাটে। কখনওভাবে তাঁকে দেখা যাচ্ছে নিজাম প্যালেসেও। ফলে তাঁর বর্তমান অবস্থান নিয়ে জল্পনার অন্ত নেই। অনুগামীরা সামনে থেকে এব্যাপারে মুখ খুলতে রাজি নন।
মুকুল রায় নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা নেই তাঁর। একমাত্র লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ কিংবা ক্যাবিনেট মন্ত্রীর পদ পেলে তাঁর বর্তমান কাজ চালাতে সুবিধা হয়।
দলের রাজ্য দফতরে না যাওয়া নিয়ে মুকুল রায় অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন। প্রকাশিত খবর অনুযায়ী বলেছেন, বেশিরভাগ সময় তিনি থাকেন জেলায় কিংবা দিল্লিতে। ফলে রাজ্য দফতরে যাওয়ার সুযোগ ততটা নেই। অন্যদিকে তিনি দিল্লির ভোটার। আর কলকাতায় নয়, তিনি বিজেপিতে যোগ দেন দিল্লিতে।
রবিবার ২১ জুলাই তৃণমূলের সভার পর রাজ্য বিজেপির দফতরে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই সময় সব সাধারণ সম্পাদককে দেখা গেলেও পাওয়া যায়নি মুকুল রায়কে। তিনি অবশ্য পরে সাংবাদিকদের ডাকেন এলগিন রোডের ফ্ল্যাটে। এদিনের এই অবস্থান নিয়ে চলছে জল্পনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.