Header Ads

৫৮ টি স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই এর ব্যবস্থা করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।



নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ৫৮ টি স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই এর ব্যবস্থা করেছে। এর ভিতরে রয়েছে গুয়াহাটি ,নিউ জলপাইগুড়ি, কাটিহার, নিউ আলিপুরদুয়ার, শিলিগুড়ি নিউ কোচবিহার, শিলচর, কিশান্গঞ্জ ,রঙ্গিয়া ,কোকরাঝাড় আগরতলা, মরিয়ানি ,তিনসুকিয়া, ডিব্রুগড়, লঙ্কা ,জিরনিয়া ,ফালাকাটা ,ঘুম ,উদয়পুর নাহারলাগুন ইত্যাদি বিভিন্ন স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে।
এই পরিষেবা রেলস্টেশনে খুচরা ব্রডব্যান্ড ও রেইলওয়ারের দ্বারা করা হয়েছে ।কেবল চলতি বছরের মে মাস পর্যন্ত সমগ্র ভারতে ১৬০০টি স্টেশনে লগ ইন করা মোট ব্যবহারকারীর সংখ্যা হল ২.৩৫ কোটি ।আর ওয়াইফাই এর ব্যবহার করা যাত্রীদের সংখ্যা হল ১.১৯ কোটি। উপভোগ করা ডাটার পরিমাণ হলো ৮৭৮১.৩০টিবি।
এর দ্বারা বোঝা যায় যে রেল স্টেশনের যাত্রীরা বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা কে অধিক পরিমানে ব্যবহার করছে। রেইলওয়ার স্টেশন ওয়াই ফাই যাত্রা ২০১৬র জানুয়ারী মাস থেকে শুরু করা হয়।২বছরের মধ্যে সমগ্র ভারতের ১৬০০টি স্টেশনে ওযাই ফাই সক্রিয় করা হয়।আগামী বছরের ভিতরে আরো ৪৭৯১টি স্টেশনে এই সুবিধা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.