Header Ads

কর্ণাটক বিধানসভার সুপ্রিম কোর্টে শুনানি মঙ্গলবার

নয়া ঠাহর ডেস্কঃ
দেশের শীর্ষ আদালত জানিয়ে  দিয়েছে কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুনানি হবে আগামী মঙ্গলবার । কর্ণাটক বিধানসভার বিক্ষুব্ধ বিধায়কদের দাবি, তাঁরা ইস্তফাপত্র দিলেও তা গ্রহণ করা হচ্ছে না । এই সংক্রান্তে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছেন, বিধানসভা অধ্যক্ষকে আর ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে না।

বিক্ষুব্ধ বিধায়কদের অভিযোগ ছিল, অধ্যক্ষ ইচ্ছা করে তাঁদের ইস্তফাপত্র গহণ করতে চাইছেন না। বুধবার সকালে মুম্বাইয়ের যে হোটেলে  বিক্ষুব্ধ বিধায়করা ছিলেন সেখানে ঢোকার চেষ্টা করেছিলেন কংগ্রেস নেতা শিবকুমার । যদিও পুলিশ তাঁকে হোটেলে ঢুকতে বাধা দিয়েছিল।

আগামী মঙ্গলবার যদি বিক্ষুব্ধ  বিধায়কদের ইস্তফাপত্র মঞ্জুর হয়, তবে কংগ্রেস -জেডিএস জোট সরকারের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে ১০০ তে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য জরুরি ১১৩ জন বিধায়ক । বিধানসভায় বর্তমানে বিজেপি  বিধায়কের সংখ্যা ১০৫।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.