Header Ads

কাটিগড়ায় সার বোঝাই ট্রাক আটক করল পুলিশ

 নয়া ঠাহর প্রতিবেদনঃ বৃহস্পতিবার  রাতে  কাটিগড়া পুলিশ ৬ নম্বর জাতীয় সড়কের মদুয়া এলাকায়  এএস ১১-এসি- ৩৮৯৯ নম্বরের সার বোঝাই ট্রাকটিকে আটক করে । এই ট্রাকটি গুয়াহাটি থেকে শিলচর যাচ্ছিল।


 প্রয়োজনীয় নথিপত্র না থাকায়  পুলিশ শিলচর ভকতপুরের বাসিন্দা পাপ্পু হোসেন লস্কর নামের চালককেও আটক করে।  গুয়াহাটি থেকে অন্য এক ট্রাকে করে  সার আসে কাছাড়-মেঘালয় সীমান্তের রাতাছড়ায়। এখানে ট্রাক বদল করে সার নিয়ে যাওয়ার হয় শিলচরে।  এ ভাবেই চলছিল এতদিন।  এই সারের মূল মালিক শিলচরের বাসিন্দা বলে জানা গেছে। গুমড়া ও কালাইন পুলিশের চোখ এড়িয়ে এই ট্রাক কাটিগড়ায় ঢুকল কি ভাবে? এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কাটিগড়ার ওসি নয়নমণি সিনহা সার বোঝাই লরি আটকের কথা স্বীকার করেছেন । সূত্রের খবর, সার সিন্ডিকেটের কয়েকজন পান্ডা রয়েছে কাটিগড়ায়। মেঘালয়ের রাতাছড়া থেকে সার বোঝাই ট্রাক বরাকে প্রবেশ করার ক্ষেত্রে ওই সিন্ডিকেটের লোকরাই গুমড়া ও কালাইন পুলিশকে ম্যানেজ করে সব কিছু নিয়ন্ত্রণ করে। ট্রাকের সার বদল হয় রাতাছড়ায়। কখনও আবার ট্রাক বদল না করেই সরাসরি তা পাচার করা হয়। সূত্রটি আরো জানিয়েছে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সিন্ডিকেট পদ্ধতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর স্থিতি নেবার পর কিছুটা থমকে দাঁড়িয়েছে সার সিন্ডিকেট। তবে পুরোপুরি বন্ধ করা যায় নি অবৈধ সার পাচারের কারবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.