Header Ads

মমতাকে 'সংযুক্ত' কংগ্রেসের সভাপতি করার প্রস্তাব, ইতালীয়রা দেশ ছাড়ুক, বললেন বিজেপি নেতা

বিশ্বদেব চট্টোপাধ্যায়: কংগ্রেসের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক। টুইটে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে তিনি এই প্রস্তাব দিয়েছেন। সংযুক্ত কংগ্রেস বলতে এনসিপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বুঝিয়েছেন তিনি।
ফের বিতর্কিত বক্তব্যের সঙ্গী বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এদিন তিনি কংগ্রেসকে উদ্দেশ্য করে টুইট করেছেন। তাতে স্বামী বলেছেন, গোয়া এবং কাশ্মীরের অবস্থা দেখার পর তাঁর মনে হয়েছে, বিজেপি যদি একমাত্র দল হয়ে ওঠে, তাহলে দেশের গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে। তবে এর উপায়ও বাতলে দিয়েছেন এই বিতর্কিত বিজেপি নেতা। তিনি বলেছেন, ইতালীয়দের দেশ ছাড়তে বলুন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত কংগ্রেসের সভাপতি করা হোক। তিনি বলেছেন, এব্যাপারে এনসিপির উচিত কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সুব্রহ্মণ্যম স্বামী কংগ্রেসের অবস্থা বোঝাতে চেয়েছেন। গোয়ায় কংগ্রেসের ১৫ বিধায়কের মধ্যে ১০ জন বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, কর্নাটকে প্রথমে ১২ বিধায়ক ইস্তফা দিয়েছিলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষের কাছে। যাঁদের অধিকাংশই ছিলেন কংগ্রেসের। এর পরবর্তী পর্যায়ে একাধিক কংগ্রেস বিধায়ক সেই পথ ধরে। কার্যত সংখ্যালঘু হয়ে পড়েছে কর্নাটকের কংগ্রেস জেডিইউ জোট সরকার। 
অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল যেমন খারাপ, এনসিপির ফলও খারাপ। সেই তুলনায় ভাল ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধী রাজনীতিকে কটাক্ষ করতে গিয়ে তাই কংগ্রেসের সঙ্গে এনসিপি এবং তৃণমূলের মিশে যাওয়ার কথা বলেছেন তিনি। 
দিন কয়েক আগে সুব্রহ্মণ্যম স্বামী তারকেশ্বর মন্দির পরিচালন বোর্ডে মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হয়ে মামলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধী কোকেন নেন, এই কথা বলার অভিযোগে এফআইআর দায়ের করেছিল ছত্তিশগড় পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.