Header Ads

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত

নয়া ঠাহর প্রতিবেদনে : শনিবার প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ । দীর্ঘ ১৫ বছর শীলা দীক্ষিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । কিছুদিন কেরলের রাজ্যপাল ছিলেন তিনি । শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা, সেখানেই দুপুরে মারা যান তিনি ।
১৯৩৮ সালের ৩১ মার্চ পাঞ্জাবের কাপুরথলায় জন্ম হয় তাঁর । পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল উমাশঙ্কর দীক্ষিতের পুত্রবধূ ছিলেন তিনি । তাঁর স্বামী বিনোদ দীক্ষিত ছিলেন আই এ এস অফিসার । পরিবারের সঙ্গে ভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বিনোদ দীক্ষিত ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে শোকবার্তায় জানিয়েছেন, শীলা দীক্ষিতের মৃত্যুর খবর পেয়ে তিনি গভীর দুঃখ পেয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী । দিল্লির উন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা ছিল । তাঁর পরিবারের সদস্য ও অনুগামীদের প্রতি সহানুভূতি জানাই ।
রাহুল গান্ধী শোকবার্তায় বলেন, শীলাজির মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছি। তিনি কংগ্রেস দলের কন্যা ছিলেন ।  তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.