Header Ads

বিশ্বের সেরা ব্যক্তিত্বর তালিকায় স্থান পেলেন যাঁরা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : সম্প্রতি ইউকে-ভিত্তিক ইন্টারনেট মার্কেটের গবেষণা ও তথ্য বিশ্লেষক সংস্থার এক সমীক্ষা করেছিল। সেই সমীক্ষার বিচারে বিশ্বের সবথেকে প্রশংসিত পুরুষ ও মহিলাকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় বেশ কয়েকজন ভারতীয়র নাম রয়েছে। তাদের মধ্যে যেমন সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন মোদী, তেমনই সেরার সেরা কে হলেন, সেদিকে ছিল বিশেষ নজর।
সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী ইউ গভ নামক ওয়েবসাইটটি জানিয়েছে, নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে প্রশংসিত মানুষ এবং বিশ্বের সপ্তম সর্বাধিক প্রশংসিত ব্যক্তিত্ব। বিশ্বের সেরা ব্যক্তিত্ব হয়েছেন আমেরিকান ব্যবসায়ী মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস।
বিল গেটস এই বছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হয়েছেন। প্রাক্তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। মার্কিন প্রেসিডেন্ট পদে না থাকলেও তাঁর জনপ্রিয়তা যে এখনও শিখরে, তার প্রমাণ মিলেছে এই অনলাইন ভোটাভুটিতে।
মিশেল ওবামা এখন বিশ্বের সবচেয়ে প্রশংসিত মহিলা। তিনি অ্যাঞ্জেলিনা জোলির স্থান নিয়েছেন। মিশেল ওবামা অ্যাঞ্জেলিনা জোলিকে সরিয়ে প্রথম স্থান দখল করেন। অ্যাঞ্জোলিনা জোলি নেমে যান দ্বিতীয় স্থানে।
অনলাইন ভোটের বিচারে এই সমীক্ষায় বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ এবং নারীকে বেছে নেওয়া হয়। সেই ভোটেই প্রধানমন্ত্রী মোদী বিশ্বসভায় সেরা ভারতীয় নির্বাচিত হয়েছেন। ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন তালিকার সর্বোচ্চ স্থানে। 
একইসঙ্গে সমীক্ষায় উঠে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বলিউড খ্যাত অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সলমন খান রয়েছেন প্রথম ২০-তে। অমিতাভ বচ্চনের স্থান ১২ নম্বর স্থানে। শাহরুখ খান রয়েছেন ১৬তম স্থানে, সলমন খান ১৮তম স্থানে পরয়েছেন সেরা পুরুষদের তালিকায়। রয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকার ও বিরাট কোহলিও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.