খোদ আদিত্যনাথ যোগীর রাজ্যে সন্ন্যাসীকে হেনস্থা, কেন্দ্ৰের কাছে নালিশ স্বামীজির
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ লখনউতে ভারত সেবাশ্ৰম সংঘের স্বামী জ্যোতিৰ্ময়ানন্দ এবং তাঁর সঙ্গী তীৰ্থযাত্ৰীদের হেনাস্থা করা হয়েছে হলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় আরপিএফ জওয়ানদের হাতে শারীরিক নিগ্ৰহের শিকার হতে হয়েছে অমরনাথ তীৰ্থযাত্ৰী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত সেবাশ্ৰম সংঘের প্ৰধান স্বামী জ্যোতিৰ্ময়ানন্দ, বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ সমেত ৯ জনকে। এই ঘটনার তীব্ৰ নিন্দা করে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন স্বামীজি। তিনি ট্যুইটে অভিযোগ জানিয়েছেন উত্তরপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ, কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ এবং রেল মন্ত্ৰী পিযুষ গোয়েলের কাছে।








কোন মন্তব্য নেই