Header Ads

বিদ্যুৎ চিত্র উজ্জ্বল করতে সরব কমলাক্ষ।


নয়া ঠাহর প্রতিবেদন ,করিমগঞ্জ। বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে বিধানসভার প্রবেশদ্বারে অনশনে বসতে চলেছেন উত্তর করিমগঞ্জের একমাত্র কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ১৮ জুলাই বিধান সভার প্রথম দিনই প্রবেশ দ্বারে 
অনশনে বসবেন তিনি এই নিয়ে  অনুমতি চেয়ে অধ্যক্ষকে চিঠিও দিয়েছেন । বিদ্যুৎ বিভাগের মিথ্যা প্রতিশ্রুতি তে হতাশ কমলাক্ষ শেষ পর্যন্ত এই রাস্তাই বেছে নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন যে  সমগ্র অসম সহিত  করিমগঞ্জ বিদ্যুৎ সমস্যা ভয়াবহ ভয়াবহ রূপ ধারণ করেছে। বিজেপি শাসনাধীন সরকার এর আগে বহুবার বিদ্যুৎ সমস্যা সমাধানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ।বিদ্যুৎ বিভাগের সঠিক সিদ্ধান্ত না হওয়ার জন্য করিমগঞ্জ টাওয়ার লাইনের কাজ কাজ শুরু হয়নি । ফলে বিদ্যুতের সমস্যায় ভুগছে করিমগঞ্জ সহিত সমস্ত রাজ্যের লোকেরা।  এছাড়াও বিদ্যুৎ বিভাগে রয়েছে দক্ষতা প্রাপ্ত কর্মীর অভাব। ফলে অনেকেই মৃত্যু মুখেও পড়তে হয় বলে বলেন তিনি ।প্রসঙ্গত এনআরসি প্রসঙ্গে তিনি বলেন যে এনআরসি নামে ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে ।বাঙালিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এ নিয়ে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না ।অনেকেই এ পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে মৃত্যুবরণ করতে হয়েছে। এর জন্য সরকারই দায়ী বলে মনে করেন তিনি। ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর পরেও  মৃতদেহ বাংলাদেশের না পাঠিয়েও ভারতীয় হয়ে যাচ্ছে। যারা সেনাবাহিনীতে কাজ করছে তারাও বিদেশি বলে অভিযুক্ত। তিনি আরও বলেন যে এ নিয়ে সরকার কোনো সমস্যার সমাধান করে নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.