কর্ণাটকে ২ কংগ্ৰেস বিধায়ক ইস্তফা দিলেন
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কৰ্ণাটকের কংগ্ৰেস বিধায়ক আনন্দ সিং এবং রমেশ জারকিহোলি পদত্যাগ করেন। এদিন সকালেই নাকি বিধায়ক আনন্দ সিং স্পিকারের কাছে ইস্তফাপত্ৰ জমা দিয়েছেন।
এঁরা দুজন ইস্তফা দেওয়ার পর বিধানসভায় এখন কংগ্ৰেসের বিধায়কের সংখ্যা দাঁড়াল ৭৭। ২২৪ সদস্যের বিধানসভায় এখন জেডিএস কংগ্ৰেস জোটের বিধায়কের সংখ্যা ১১৪। কৰ্ণাটকে গরিষ্ঠতা পেতে গেলে ১১৪টি আসন চাই। এই পরিস্থিতিতে বৰ্তমানে সংকটে পড়তে পারে ওই রাজ্যের সরকার এমনটাই আশংকা রাজনৈতিক বিশ্লেষকদের।








কোন মন্তব্য নেই