Header Ads

পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ বি এস এফ জওয়ানের মৃতদেহ উদ্ধার হল

নয়া ঠাহর প্রতিবেদন, শিলংঃ

বন্ধুদের সঙ্গে মিলে মেঘালয়ার গারো পাহাড়ের গানোল নদীর পারে জনপ্রিয় পিকনিক স্পট পেলগা দারেতে পিকনিক করতে গিয়েছিলেন বি এস এফ জওয়ান ধরমবীর সিংহ (৩২)।  সেখানেই নদীতে পরে যান তিনি । নদীতে প্রচন্ড স্রোত থাকায় তলিয়ে যান ধরমবীর । 

এই খবর পাওয়ার পরই পুলিশ, বি এস এফ ও এস ডি আর এফ ব্যাপক তল্লাশিতে নামে নদীতে তলিয়ে যাওয়া জওয়ানের খোঁজে। আজ সকালে যেখানে নদীতে পড়ে গিয়েছিলেন ধরমবীর সিংহ তার থেকে দুই কিলোমিটার দূরে মেলে তাঁর দেহ।

No comments

Powered by Blogger.