Header Ads

গোটা দেশের ডাক্তারদের আন্দোলনের সমর্থনে শিলচর মেডিকেল কলেজ চিকিৎসক সংস্হাও আন্দোলনে নামে


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ সোমবার সকাল ছয়টা থেকে  গোটা দেশের ডাক্তারদের আন্দোলনের সমর্থনে 'শিলচর মেডিকেলে কলেজ চিকিৎসক সংস্থা' ও আন্দোলনে যোগ দেয়।  বিগত দিনে কলকাতার নীলরতন মেডিকেল কলেজে চিকিৎসককে হেনস্তার প্রতিবাদে এই আন্দোলনের কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে চলে।
 আন্দোলনে সরকারের কাছে দাবী  রাখা হয়  যেন 'এনটি  ভায়োলেন্স হেলথ কেয়ার ' ও চিকিৎসকদের নিরাপত্তা জনিত  কঠোর আইন বলবৎ করা হয়। সংস্থার সভাপতি ডাক্তার পিনাকি চক্রবর্তী ও সম্পাদক প্রসেনজিৎ ঘোষ প্রমুখদের এই আন্দোলনের ঐক্যবদ্ধতায় এদিন প্রতিবাদী ভাষা দেখাতে সচেষ্ট ছিলেন বলে দাবী রাখেন। 

পশ্চিমবঙ্গের মেডিকেলে কলেজের মত  ঘটনা যাতে আরো না হয় তার  ব্যবস্হা নেওয়া, দোষী  ব্যক্তিদের কঠোর সাজা দেওয়া ইত্যাদির ব্যবস্হা নেওয়া দাবী রাখা হয়েছে এই আন্দোলনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.