Header Ads

উন্নয়ন নেই, ক্ষোভে অসমের কাছার জেলার উদারবন্দের এলাকাবাসী



নয়া ঠাহর প্রতিবেদন, উদারবন্দ: স্বাধীনতার দীর্ঘ বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি অসমের কাছার জেলার উদারবন্দ বিধানসভা এলাকার মধুরা জিপিতে। উল্লেখ্য যে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ৩১মার্চ ২০১৯এর ভিতরে ভারতবর্ষের সব গ্রামে বিদ্যুতের আলো জ্বলবে। সেখানে উদারবন্দ বিধানসভার মধুরা জিপির মধুপুর গ্রামে প্রায় শতাধিক পরিবারে এখনও পৌঁছয়নি বিদ্যুতের আলো, নেই পানীয় জল, রাস্তাঘাট। ধৈৰ্য্যের বাঁধ ভেঙ্গেছে এলাকাবাসীর। তারা আন্দোলনের ডাক দিয়েছেন। গ্রামের জনৈক বাসিন্দা দিনেশ শুক্ল্যবৈদ্য, সঞ্জিত লাল চৌধুরী , সুধির দাস, রমেস শুক্ল্যবৈদ্য, পার্থ রায় প্ৰমুখ অভিযোগ করেন গ্রামের অধিকাংশ মানুষই পায় নি প্রধান মন্ত্রী আবাস। শৌচাগার নেই। নেই কোনও বিশুদ্ধ পানীয় জলের সু-ব্যবস্থা,  এখনও ২ কিলোমিটার দূরে নদী থেকে জল এনে পান করেন গ্ৰামের বাসিন্দারা। বর্ষার দিনে সেই জল নদী থেকে এনে পান করা তাদের পক্ষে আরও কষ্টকর হয়ে ওঠে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.