Header Ads

ভারত সরকারের সমস্ত নীতি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নিযুক্তি চলছে শিলচর এনআইটি-তে

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: ভারত সরকারের সমস্ত নীতি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ ভাবে চার জনকে ট্রেইনি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছ এনআইটি শিলচরে। দেশে যখন লক্ষ লক্ষ লোক বেকারত্বের জ্বালায় ভুগছে তখনই স্বজন পোষণের চুড়ান্ত উদাহরণ দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। বিশেষ সূত্রে জানা গেছে যে চার জনকে ট্রেইনি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে এরা সবাই এনআইটির নির্দেশকের ঘনিষ্ঠ বৃত্তে থাকা শিক্ষকদের সহ-ধর্মিনী। উল্লেখ্য, ভারত সরকারের নিয়ম অনুযায়ী ৪৫ দিনের অধিক সময়ের জন্য যে কোনও নিযুক্তির জন্য ভারত সরকারের সংরক্ষণ নীতি মেনে  বিজ্ঞাপন দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনও বিজ্ঞাপন ছাড়াই ভারত সরকারের নীতি নিয়মের কোনও তোয়াক্কা না করে অবৈধ ভাবে নিজের ঘনিষ্ঠ বৃত্তে থাকা শিক্ষকদের সহ-ধর্মিনীদের কে নিযুক্তি দেওয়া হয়েছ। এই ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর শ্লোগান সবকা সাথ সবকা বিকাশ যেন বেমানান লাগছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.