Header Ads

দুর্নীতির তদন্তে কাছাড়ের কাটিগড়া গ্রামোন্নয়ন ব্লক ঘুরে দেখল অ্যান্টি করাপশন ও ভিজিল্যান্স দল


নয়া ঠাহর প্রতিবেদন, কাটিগড়াঃ গ্রামোন্নয়নের কাজে দুর্নীতির তদন্তে কাছাড়ের কাটিগড়া উন্নয়ন ব্লক ঘুরে গেল অ্যান্টি করাপশন ও ভিজিল্যান্স দল। অ্যান্টি করাপশনের দল প্রথমে এসে হাজির হয় কাটিগড়া থানায়। ডাক পেয়ে কিছুক্ষণের মধ্যেই থানায় ছুটে আসেন বিডিও।থানায় বসে বিডিওর সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রটি জানায়, গত পঞ্চায়েত বোর্ডের সময় বাস্তবায়িত উন্নয়ন মূলক কাজকর্মের নথিপত্র জিপি সচিবের কাছে চেয়ে পাঠিয়েছে তদন্তকারী দল।গত পঞ্চায়েত বোর্ডের সময়কালের কাজকর্ম নিয়েই তদন্তে হাত দিয়েছে অ্যান্টি করাপশন।
প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত বোর্ডের কার্যকালে দেদার দুর্নীতি হয়েছে। মৃত ব্যক্তির জবকার্ডের নামেও এমজি এনরেগার কাজ হয়েছে। এমন অভিযোগও উঠেছিল। তদন্তকারী দলে ছিলেন অ্যান্টি করাপশনের এসপি প্রণবজ্যোতি গোস্বামী, ডিএসপি জিতেন্দ্র চক্রবর্তী প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.