Header Ads

প্ৰকাশ পেতে চলেছে বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর-এর পুজো সংখ্যা ২০১৯

 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  আর মাত্ৰ তিন মাস বাকি। আগামী শারদ উৎসব উপলক্ষ্যে নয়া ঠাহর গোষ্ঠীর ২০১৯ সালের পুজো সংখ্যা প্রকাশ পেতে চলেছে। আর্থ সামাজিক সমস্যা সমেত যে কোনও ইস্যুতে লেখকরা লেখা পাঠাতে পারেন। তবে শর্ত হচ্ছে, হাতে লেখা কোনও কপি নেওয়া হবে না, কম্পোজ করে পাঠাতে হবে। মধ্য অসমের রেলওয়ে শহর লামডিংয়ে ঠাহর-এর শুভসূচনা হয়। পরে গুয়াহাটি মহানগর থেকে নয়া ঠাহর বাংলা নিউজ পোর্টাল-এর আত্মপ্রকাশ, আজ আমাদের পোর্টাল দেখছেন সারা বিশ্বের প্রায় ৬ লক্ষ পাঠকপাঠিকা। এবারের পুজো সংখ্যা লামডিং-এর নেতাজি রোড, রানী পাব্লিকেশন থেকে প্রকাশ পাবে। লেখা পাঠাবার জন্য যোগাযোগ নম্বর এবং ইমেল ঠিকানা দেওয়া হল। রানী পাব্লিকেশন-এর কর্ণধার সিপক ঘোষ,  shipakghosh  @  gmail.com, ঠাহরের লামডিংয়ের কার্যনির্বাহী সম্পাদক জয়শ্রী আচার্য্য, Jayashree.acharjee@gmail.com, গুয়াহাটি সমেত গোটা ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার দায়িত্বে রয়েছেন সহযোগী সম্পাদক রিংকি মজুমদার 7002901256, 7086414896 (Whatsapp), rinki.majumder@gmail.com, মেঘালয়ের ব্যুরো চিফ ননী গোপাল ঘোষ, 8132005280 ইমেল- ghoshnani@gmail.com, বরাক উপত্যকার ব্যুরো চিফ শুভ সুন্দর দেব চৌধরী, 9101900562(jio), 9435276503 ( Whatsapp ) Email:debchoudhurysubhoshundor@gmail.com, নয়াদিল্লির ব্যুরো চিফ সুধৃতি দত্ত 0863888980, sudhritidutta.c@gmail.com, infoaidfoundationdelhi@gmail.com, গুয়াহাটি মালিগাঁও, পাণ্ডু এলাকার সিনিয়র স্টাফ রিপোর্টার দেবযানী পাটিকার 9864111673, debjaniPatikar@gmail.com, পুজো সংখ্যার সামগ্ৰিক ব্যবস্থাপনায় রয়েছেন নয়া ঠাহর-এর  সম্পাদক অমল গুপ্ত, 9864044239, amalgupta1234@gmail.com, লেখা পাঠাবার জন্য অনুরোধ করা হল। লেখা পাঠাতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.