Header Ads

ডিব্রুগড় জেলাতে ২১ টি বাঘ হত্যা, একজনকে ও গ্রেফতার করা যায়নি

প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, ডিব্ৰুগড়ঃ অসমে এক শ্ৰেণীর প্ৰকৃতি বিরোধী মানুষ সবুজ ধ্বংস করছে। বন্যপ্রাণী লাগাতার ভাবে হত্যা করছে। তাদের লাগামটানা যাচ্ছে না। সোনারীতে এক চিতা বাঘ নৃশংস ভাবে হত্যার পর বুধবার বিশ্ব পরিবেশ দিবসের ঠিক ২৪ ঘন্টার মধ্যে মরিয়ানির গভরু পর্বতে এক চিতা বাঘকে হত্যা করে তার নখ, দাঁত, লোম কেটে নেয় দুষ্কৃতীরা। আর টিআইকর্মীর দাবি মেনে বন বিভাগ জানিয়েছে কেবল ডিব্রুগড় জেলাতে গত ৯ বছরে ২১ টি বাঘ হত্যা করা হয়েছে। একজনকেও গ্রেফতার করা যায়নি। এপৰ্যন্ত উজান অসমে ৪৫ টি  বাঘ হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নাজিরাতে এক প্রকাণ্ড অজগর সাপ ধরা পড়েছে। পরে তা বন বিভাগের হাতে সমঝে দেওয়া হয়েছে। এদিনই গুয়াহাটির আমিনগাঁওয়ে ব্রহ্ম পুত্র নদে এক এক করে ভেসে আসে ৫,৭ টি বুনো মহিষ তাদের এনডিআরএফ উদ্ধার করে। মহিষের আক্রমণে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.