Header Ads

রাজ্যসভার সাংসদ হিসেবে অসমে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের সংসদের কার্যকাল সমাপ্ত।

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।বিগত তিনটা দশক ধরে রাজ্যসভার সাংসদ হিসাবে অসমকে প্রতিনিধিত্ব করে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তার সাাংসদীয়ে কার্যকাল শুক্রবার শেষ হয়ে যায় ।বিধানসভাতে পর্যাপ্ত সদস্য না থাকার ফলে এবার পুনরায় আসাম থেকে সাংসদ হতে পারলেন না ডঃ মনমোহন সিং ।আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যকাল শেষ হয়ে যাওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে আসামের দীর্ঘদিনের সম্পর্কের একটা অধ্যায়ের সমাপ্ত হয়ে যায়, এখন তিনি হয়ে পড়লেন আসামের প্রাক্তন সাংসদ ।বিশ্বের একজন প্রসিদ্ধ অর্থনৈতিক হিসেবে খ্যাতি লাভ করা ডঃ মনমোহন সিংহ ১৯৯১ সাল থেকে নির্বাচিত হয়ে  সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রার সৃষ্টি করেছিলেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতে স্বর শইকীয়া মনমোহন সিংহকে রাজ্য সভাতে নির্বাচিত করে  ছিলেন। সেই সময় থেকে এই প্রবীণ নেতার সাথে আসামের সম্পর্ককে দৃঢ় হয়েছিল ।এর পর থেকে ডক্টর মনমোহন সিংহ ক্রমে ১৯৯৫,২০০১,২০০৭,২০১৩ সনে রাজ্য সভাতে নির্বাচিত হয়েছিলেন । আসামকে প্রতিনিধিত্ব করা ডঃ মনমোহন  সিংহ দুবার করে  প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার চালিয়েছিলেন । প্রযাত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার গুয়াহাটির ঘরে ভাড়াটিয়া হিসেবে থাকা ডঃ মনমোহন সিংহ অসমের বেশ কয়েকটি নির্বাচনে ভোট দান করেছিলেন ।অসমকে দ্বিতীয় ঘর হিসেবে অভিহিত করা প্রাক্তন প্রধানমন্ত্রী আসাম থেকে সাংসদ হবার ধারাবাহিকতা ভঙ্গ হলেও অসমের রাজনৈতিক ইতিহাসে ডঃ মনমোহন সিংয়ের নাম চিরদিনের জন্য অমর হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.