Header Ads

বঙ্গবিজেপির লালবাজার অভিযানে পুলিশের কাঁদানে গ্যাস, জলকামান, লাঠিচাৰ্জে ধুন্ধুমার কলকাতার রাস্তা

 
ছবি, সৌঃ নিউজ ১৮.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে ও সন্দেশখালি কাণ্ডের প্ৰতিবাদে বুধবার লালবাজার অভিযানে নামে বিজেপির কৰ্মী সমৰ্থকরা। অভিযানকে ঘিরে একবারে ধুন্ধুমার কাণ্ড সংঘটিত হয়। এদিন বিজেপির মূল মিছিল শুরু হয় নিৰ্মলচন্দ্ৰ স্ট্ৰিট, বিবি গাঙ্গুলি স্ট্ৰিট হয়ে এগিয়ে যায়। বি বি গাঙ্গুলি স্ট্ৰিটে পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে বিজেপির কৰ্মী সমৰ্থকরা ঢুকতে চেষ্টা করলে শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতির। বিজেপি কৰ্মীদের আটকাতে পুলিশ প্ৰথমে জলকামান, পরে কাঁদানে গ্যাস এবং মৃদু লাঠিচাৰ্জ করে। সেন্ট্ৰাল অ্যাভিনিউয়ের মোড়ে আটকে দেওয়া হয় মিছিলকে। বিজেপির কৰ্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে। এরপরই পুলিশ মিছিলের ওপর জলকামান দাগা শুরু করে। এদিন দুপুরে রীতিমতো রণক্ষেত্ৰের চেহারা নিয়েছিল সেন্ট্ৰাল অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্ৰিট, ফিয়াৰ্স লেনের মতো কলকাতার গুরুত্বপূৰ্ণ রাস্তা। কাঁদানে গ্যাসের জেরে অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা মুকুল রায়, রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহা প্ৰমুখ। আহত রাজু বন্দ্যোপাধ্যায়কে দলের কৰ্মী সমৰ্থকরা সকলে মিলে ধরাধরি করে কাধে তুলে হাসপাতালে নিয়ে যান। এদিনের মিছিলে বহু বিজেপি কৰ্মী সমৰ্থক আহত হয়েছেন বলে দলের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লালবাজার অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। শান্তিপূৰ্ণ মিছিলে যেভাবে পুলিশ জলকামান ব্যবহার করেছে তা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন তিনি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.