মেঘালয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত
ননী গোপাল ঘোষ, শিলং- মেঘালয়ের শিলঙের মাউলংহাট এলাকায় বসতরত পাঞ্জাবি বাসিন্দাদের সমস্যার সমাধানে ৪ সদস্যের এক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পঞ্জাবের জলসম্পদ মন্ত্রী সুখবিন্দর সিংহ সারকারিয়া। প্রতিনিধিদলটি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সহ অনান্যদের সঙ্গে সাক্ষাত করবেন । প্রসঙ্গত, মাউলংহাটে বহুবছর ধরে পঞ্জাবীরা রয়েছেন। কিন্তু মেঘালয়ের বেশ কিছু সংগঠন চাইছে তাদের শিলঙের অন্যত্র সরাক সরকার ।
কোন মন্তব্য নেই