কাশ্মীরের জেহাদি গোষ্ঠীর খপ্পরে পড়েছে অসমের বহু যুবক যুবতী,উদ্ধারের চেষ্টা চলছে
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমের কয়েকজন যুবক যুবতী কে চাকরি দেওয়ার নামে সুদূর জম্মু ও কাশ্মীরে গোপন স্থানে নিয়ে গিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে।
গুয়াহাটির উপকণ্ঠে অবস্থিত গাড়িগাঁও অঞ্চল এবং উজান অসমের প্রায় ২০ জন যুবক যুবতী জেহাদি সংগঠন আইএসআই- এর খপ্পরে পড়েছে বলে অসম পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রে জানা গেছে রঙ্গিয়ার পাপু ওরফে মতিউর রহমান নামে এক যুবক গাড়িগাঁওয়ের সুরজ জামাল নামে যুবককে দিল্লিতে চাকরি দেবার নামে সোজা কাশ্মীরের অনন্তনাগের এক অজানা স্থানে আবদ্ধ করে রাখে।
অসম পুলিশ ইতিমধ্যে অনন্তনাগের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বলে গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। সুরজ জামাল বাড়িতে ফোন করে তাদের চাকরি টোপ দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার কথা গত ২৩ জুন পরিবার পরিজনকে বলে। সুরজের ফোনের ভিত্তিতে পরিবারের লোকজন জালুকবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। রঙিয়ার যুবক পাপু পলাতক বলে জানা গেছে। এর আগেও অসমের বহু যুবক জেহাদি গ্ৰুপে যোগ দিতে অসম ছেড়েছে বলে পুলিশের ধারণা। পুলিশি তদন্ত চলছে।








কোন মন্তব্য নেই