Header Ads

লঙ্কেশ্বরের চিলড্রেন হোমের শিশুরা পালন করল বিশ্ব পরিবেশ দিবস ।


নয়া ঠাহর প্ৰতিবেদন গুয়াহাটি।সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে বুধবারে অস্মিতা ফাউন্ডেশন এবং রোটারী ক্লাব অব গুয়াহাটি স্মার্ট সিটির সংযুক্ত সহযোগিতাতে নগরের লঙ্কেশ্বর চিল্ড্রেন হোম( ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি) বাচ্চাদের মাঝে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।  এই অনুষ্ঠানে  পরিবেশ প্রদূষণ এবং বৃক্ষরোপণ', স্বচ্ছতা বিষয় নিয়ে আলোচনা করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতাতে হোমের সমস্ত শিশুরাই অংশ গ্রহণ করে।  প্রত্যেককে  পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয় এর সাথে কিছু প্রয়োজনীয় জিনিষ বিতরণ করা হয়।


বিশ্ব পরিবেশ দিবসের সাথে সঙ্গতি রেখে হোমের পরিসরে বৃক্ষরোপণ করা হয়। এই অনুষ্ঠানে রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান মধুচন্দ্রা ভট্টাচার্য, কোষাধ্যক্ষ রবি আগরওয়াল অস্মিতা ফাউন্ডেশনের সভাপতি দেবযানী পাটিকরের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার  ছিল নয়া ঠাহর(বাংলা পোর্টাল)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.