Header Ads

কুই যমজ কন্যা সন্তানের মা হলেন লৌহমানবী ইরম চানু শর্মিলা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মাতৃ দিবসের দিনেই দুই যমজ কন্যার মা হলেন লৌহমানবী ইরম চানু শর্মিলা । বেঙ্গালুরুর একটি হাসপাতালে দুই যমজ কন্যার জন্ম দেন তিনি। এই দুই সন্তানের নাম রেখেছেন নিক্স সখী ও অটম তারা।নিক্স সখীর নাম দেওয়া হয়েছে ইরমের মা ইরম সখীর নাম থেকে। আর লাতিন ভাষায় নিক্স এরঅর্থ হল তুষার ।শর্মিলা ও তার স্বামী চান তার সন্তানরা তুষারের মতো ঠান্ডা আর শান্ত হোক। আর অটম তারা নামটি বৌদ্ধ দেবীর থেকে নেওয়া। মনিপুর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘ ১৬ বছর অনশন চালিয়েছেন শর্মিলা। ২০১৬এর ৯ আগস্ট তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন । এরপর তিনি রাজ্য বিধানসভার ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে আফম্পা প্রত্যাহারে সমস্যা হবে না। সেই মতো তিনি পিপলস অ্যান্ড জাস্টিস এলিয়েন্স দল গঠন করেন।কিন্তু ২০১৭ রাজ্য বিধানসভার ভোটে মুখ্যমন্ত্রী ওকরাম ই বোবি সিংহের বিরুদ্বে  নেমে খুব বাজে ভাবে হেরে যান।এর পর তার দীর্ঘ দিনের সাথী ব্রিটিশ নাগরিক ডেসমন্ড কুটিন হোকে বিয়ে করেন শর্মিলা।নিজের রাজ্য মনিপুর ছেড়ে তিনি চলে যান তামিলনাড়ুর কোডাইকানালে ।সেখানেই নতুন করে সংসার শুরু করেন শর্মিলা।সেই থেকে তিনি লোক চক্ষুর আডালেই ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.