Header Ads

গুয়াহাটিতে গ্রেণেড বিস্ফোরণ, আহত ৮,



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মহানগরের জুরোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চএর  সামনের  ফুটপাতে বুধবার সন্ধ‍্যায়  একটি শক্তিশালী বিস্ফোরণে ৮ জন লোক আহত হয়েছেন। সাড়ে ছ টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ‍্যে বেশ কয়েকজনের অবস্থা খুব গুরুতর । বিস্ফোরণের পরে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় লোকরা । এদের মধ্যে দুজন সিআরপিএফ জওয়ান রয়েছে।  আহতদের সঙ্গে সঙ্গে চিকিৎসালয়ে ভর্তি করা হয় ।বর্তমানে তারা  চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ সমগ্র এলাকায় জোর চিরুনি তল্লাশি চালিয়েছে। ঘটনার জেরে  গুয়াহাটিতে প্রশাসনের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । গুয়াহাটি থেকে বাইরে বেরোনোর রাস্তা ও আসার রাস্তায় নজর রাখা হচ্ছে । বিস্ফোরণের পর। আরজি বড়ুয়া রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় । তথাপিও এ বিস্ফোরণের ফলে বহু লোক  প্রাণে বেঁচে যান। বিস্ফোরণ হওয়ার পর ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু হয়।  এই বিস্ফোরণের ফলে রাস্তায় গর্তের সৃষ্টি হয় । প্রত্যক্ষদর্শীর মতে টাটা সাফারী করে এসেছিল লোক যারা গ্রেণেড ছুড়ে দিয়ে পালিয়ে যায়। সেই সময় মলের কিছু আগে পুলিশের তল্লাশি অভিযান চলছিল । উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর বিস্ফোরণের তীব্র ধিক্কার দিয়েছেন । সমগ্র ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আলফা স্বাধীন কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।  সিআরপিএফ পেট্রলের দিকে নিশানা করে এই  বিস্ফোরণটি করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। মহানগরের ডিজিপি কুলধর শইকিয়াকে দোষীদের যত্ন করে কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ‍্যমন্ত্রী ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.