Header Ads

এনআরসি- তালিকার খসড়া প্ৰকাশ হবে ১৫ জুন



নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমে ১৫ জুলাই এনআরসির চূড়ান্ত তালিকা প্ৰকাশ পাবে। তার আগে ১৫ই জুন তালিকার খসড়া প্ৰকাশ পাবে। রবিবার রাজ্যের ডিজিপি কুলধর শইকিয়া জানান- এই তালিকা প্ৰকাশকে কেন্দ্ৰ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থতির যাতে অবনতি না হয় তার জন্য বাইরে থেকে অতিরিক্ত বাহিনী আনা হবে। ১৬ থেকে ৩০ জুন পৰ্যন্ত তালিকায় নাম অন্তৰ্ভূক্তির দাবি ওঠাতে পারা যাবে। নতুবা তালিকা থেকে নাম বাদ যাবে। এদিকে, এনআরসির নামে জবরদস্তি করে সাক্ষর নিয়ে লক্ষ লক্ষ আপত্তি জানানো হয়েছে। কোকরাঝাড় জেলার আবসুর এই চক্ৰান্ত বলে আমসু-র উপদেষ্টা আজিজুর রহমান অভিযোগ তুলেছেন। তাঁর মতে সংখ্যালঘু লোকদের শারীরিক-মানসিক নিৰ্যাতন চালানোর জন্যই এই ধরনের মিথ্যে এবং ভিত্তিহীন আপত্তি দাখিল করা হয়েছে। কোকরাঝাড় জেলা প্ৰশাসন অভিযোগ মেনে নিয়েছে। ৬ মে অৰ্থাৎ সোমবার থেকে শুনানি হবে। কোনও ভুল থাকলে ধরা পড়বে। এদিকে আবসুর বিরুদ্ধে চক্ৰান্ত করার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। প্ৰসঙ্গত, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এনআরসি-র প্ৰথম খসড়া প্ৰকাশ হয়। ২০১৮ সালের ৩১ জুলাই প্ৰকাশ হয় চূড়ান্ত খসড়া। খসড়ায় ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৭৭ জন লোকের নাম অন্তৰ্ভূক্ত হয়। ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭ জনের নাম বাদ যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.