Header Ads

বরাক উপত‍্যকায় চালু ইন্টারনেট সেবা

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দিঃ হাইলাকান্দি নিয়ে সমগ্র বরাক উপত্যকায় ইন্টারনেট সেবা ব্লক করা ছিল শুক্রবার রাত থেকে, মঙ্গলবার থেকে ফের চালু হল। ভুয়ো খবর ও উত্তেজনাকে আটকাতেই এ ব্যবস্থা নিয়ে ছিল প্রশাসন। হাইলাকান্দি জেলায় কার্ফু জারি করে শান্তি বাতাবরণ আনবার চেষ্টা জেলা মেজিস্ট্রেট করেছিলেন। দেরিতে হলেও এই ধরনের পদক্ষপকে সচেতন মহল প্রশাসনের  সঠিক নির্ণয় বলে মনে করেন । হাইলাকান্দি  মাড়োয়ারী পাড়ায় মসজিদের পথে নমাজ পড়া নিয়ে অপ্রীতিকর ঘটনার জের আটকাতেই এই পদক্ষেপ। দুপর ১২ টা থেকে বিকেল ৩ টে পযর্ন্ত  কার্ফু শিথিল করা হয় প্রথম দিন। আবার সোমবারও সকাল ৯ টা থেকে ৩ টে পযর্ন্ত  কার্ফু শিথিল করা হয় । ইন্টারনেট না থাকায় ব‍্যাংক সেবায় অসুবিধার সৃষ্টি হয় ।মঙ্গলবার কার্ফু আরও  শিথিল করলেন হাইলাকান্দি প্রশাসন রাত ১২ পযর্ন্ত । আজ সকাল ৭ টা থেকে রাস্তা ঘাটে  মানুষের  চলাচল দেখা গেল। হাইলাকান্দি জেলা প্রশাসন  নাগরিকদের  প্রতি শান্তি  রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান  রাখেন এক বিবৃতিতে। শান্তির বাতাবরণ রক্ষায় হাইলাকান্দির বিধায়কেও বিশেষ  অনুরোধ  রাখতে দেখা যায় । সম্প্রতি ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক নিন্দা বুদ্ধিজীবী মহলের। ঘটনায়  গভীরভাবে দু:খ প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.