Header Ads

ভোটের রঙে সেজে উঠেছে মিষ্টিও, এবারের বিশেষ আকর্ষণ নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির মিস্টি

নয়া ঠাহর প্রতিবেদন, কোচবিহার: বাঙালির খাওয়া- দাওয়ায় মিষ্টি জনপ্রিয় উপকরণ। বাঙালির কোনো অনুষ্ঠানেই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না। মিষ্টির নাম শুনলেই জিভে জল আসে। সেই আদি যুগের মতিচুরের লাড্ডু  থেকে শুরু করে সন্দেশ, কালোজাম পেরিয়ে আজ মিষ্টি প্রকারভেদে শিল্পের পর্যায়ে চলে গেছে ।বিভিন্ন রকমের মিষ্টির স্বাদ ও আকার এমন কি নামকরণে ভিন্নতা নিয়ে জনপ্রিয় হয়েছে মিষ্টি।
বর্তমানে দেশে চলেছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আবহে  সেজে উঠেছে মিষ্টিও।এবারের মিষ্টির বিশেষ আকর্ষণ নরেন্দ্র মোদি আর মমতা ব্যানার্জি মিষ্টি।বাঙালি মিস্টি খেতে ভালোবাসে। খাদ্য তালিকায় মিষ্টির স্থান প্রথম। নির্বাচনের সময় কিভাবে বাদ পড়বে মিষ্টি? এই সময় মিষ্টির রূপেরও পরিবর্তন হয়েছে। কোচবিহারের এক মিষ্টির দোকানে দেখা গেল মিষ্টি তৈরি হয়েছে মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদির আদলে। মিষ্টি বিক্রিও হচ্ছে খুব। সন্দেশ তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ও মমতা ব্যানার্জির মুখের আদলে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের  চিহ্ন দিয়ে  মিষ্টির তৈরি করা হয়েছে। এই মিষ্টি তৈরি করে উৎসাহী মিষ্টির ব্যবসায়ীরা। নির্বাচনের সময়ে মিষ্টি বিক্রি হবে খুব বলে আশাবাদী মিষ্টি ব্যবসায়ীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.