Header Ads

লামডিং-নিউহাফলং ব্রডগেজ রেলপথ পরিদর্শন করলেন কমিশনার অব রেলওয়ে সেফটি


বিপ্লব দেব, হাফলংঃ কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের লামডিং-নিউহাফলং সেকশন পরিদর্শন করেন। শুক্রবার কামাখ্যা থেকে এলজি স্প্যাশাল ট্রেনে লামডিং হয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক নিউহাফলং স্টেশনে এসে উপস্থিত হন। এদিন কমিশনার অব রেলওয়ে সেফটির সঙ্গে ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের শীর্ষ আধিকারিক। শুক্রবার শৈলেশ কুমার পাঠক লামডিং থেকে নিউহাফলং পর্যন্ত রেলট্র্যাক ও যাত্রী সুরক্ষার  বিষয়টি পর্যবেক্ষণ করেন। তিনি বিশেষ করে দাওটুহাজা থেকে মাইগ্রেনডিসা পর্যন্ত রেল লাইনের সুরক্ষার দিকটি দেখেন। বর্তমানে দাওটুহাজা থেকে লামডিং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন গুলি এখন ৭০ কিলোমিটার গতিবেগে চলাচল করছে। এদিন কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক লামডিং থেকে নিউহাফলং পর্যন্ত ৯০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো যাবে কিনা তা পর্যবেক্ষণ করেন। রেলসুত্রে জানা গিয়েছে কমিশনার অব রেলওয়ে সেফটির আজকের পরিদর্শনের পরই যাত্রী সুরক্ষার বিষয়টি নিয়ে নিশ্চিত হলেই নিউহাফলং থেকে লামডিং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন গুলি ৯০ কিলোমিটার গতিবেগে চলাচল করার বিষয়ে সবুজ সঙ্কেত মিলতে পারে। তবে নিউহাফলং স্টেশনে শৈলেশ কুমার পাঠক সাংবাদিকদের আজকের পরিদর্শন নিয়ে কিছু জানাতে রাজি হন নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.