Header Ads

বিষমদে মৃত শ্রমিকের চার সন্তানকে দত্তক নিলেন যোরহাটের শর্মা দম্পত্তি

নয়া ঠাহর প্রতিবেদন, যোরহাট: মাস কয়েক আগে বিষমদে যোরহাট ও গোলাঘাট জেলায় মৃত শ্রমিকের  চার সন্তানকে দত্তক নিলেন যোরহাটের দেবব্রত শর্মা ও সান্তনা শর্মা। দেবব্রত শর্মা যোরহাট কলেজের অধ্যক্ষ ও সান্তনা যোরহাট জাতীয় বিদ্যালয় শিক্ষিকা।
উল্লেখ্য, এই বিষাক্ত মদ ট্রেজিডি কাণ্ডে মারা যায় ১৫০ জন শ্রমিক। এর ফলে ৪৫ জন শিশু অনাথ হয়ে যায়। বিষ মদ কাণ্ডে শ্রমিকদের মৃত্যুর পর এই দম্পতি চার অনাথ শিশুকে দত্তক নেওয়ার পরিকল্পনা করেন । এই চার জন অনাথ শিশু হল গোলাঘাটের চা বাগানের মলিকা, বাদল, কুন্দন ও চন্দন। তারা বাবা-মাকে হারিয়ে অনাথ আশ্রমে আশ্রয় নিয়েছিল। শর্মা দম্পত্তি এই চার  শিশুকে দত্তক নিয়ে স্কুলে ভর্তি করান। এবং তাদের নতুন নাম করা হয় যথাক্রমে মরম (১১), স্নেহ (৯), আদর (৬), হেপাহ (৩)। এক মেয়ে ও তিন ছেলে। 
এই দম্পতির নিজের কোন সন্তান নেই। চা বাগানের পরিবেশ থেকে বড় হয়ে আসা এই চার অনাথ শিশুকে দত্তক নেওয়ার পরে তাঁদের ভাষা নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। কারণ তারা চা বাগানের ভাষাই কথা বলতো ।তবে ধীরে ধীরে চারজনই শর্মা পরিবারের সাথে একাত্ম হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.