Header Ads

আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি, এক্সিট পোল সেই পূর্বাভাস দিচ্ছে


নয়া ঠাহর প্রতিবেদন,নয়াদিল্লিঃ দেশে পুনরায় বিজেপি জোট সরকার ক্ষমতায় আসছে। নির্বাচনের শেষ দিন বিভিন্ন  টিভি চ্যানেলের প্রাক নির্বাচন পূর্বাভাস এ কথাই বলছে। নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। মানুষের  মন বুঝে, ঝোঁক বুঝে প্রতি বুথে ১০, ১৫ হাজার ভোটারের সঙ্গে কথা বলে এই সমীক্ষা চালানো হয়। তাকে এক্সিট পোল বলা হয়। পূর্বাভাস কম বেশি মিলে যায়। টাইমস নাও,  নিয়েলসন, রিপাবলিক প্রভৃতির পূর্বাভাস বলছে অসমে বিজেপি ৭ থেকে ৮ টি আসন পাবে,  কংগ্রেস ৩, এআইইউডিএফ ২ থেকে ৩ টি আসন পাবে, মনিপুর ছাড়া বিজেপি ১ টি আসন পায় নি। পশ্চিম বঙ্গে বিজেপি ১০ থেকে ১২ টি  আসন পাবে। বিজেপি জোট ২৬৭ টি এবং কংগ্রেস জোট ১২৭টি আসন পাবে। ২০১৪ বিজেপি জোট এনডিএ পেয়েছিল ৩৩৬ টি, ইউপিএ পেয়েছিল ৬০ টি আসন।   পূর্বাভাস অনুযায়ী  বিজেপির আসন বাড়বে,  তবে আগের অঙ্ক ছুঁতে পারবে কি?  তবে  আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি তা প্রায় নিশ্চিত। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.