Header Ads

আনন্দমূর্তিজির পীঠস্থান

 দ্বিতীয় টি  মৃণাল সেনগুপ্তের তোলা ছবি।
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ এই ছোট্ট রেল কোয়র্টারের দিকে সারা দেশ এমন কি বিদেশ থেকে এসেও ভক্তরা শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন। আনন্দমার্গের পুরোধা প্রভাত রঞ্জন সরকারের কর্মজীবন কেটেছে এই পবিত্র রেল কোয়ার্টারে। তাঁর প্রতিকৃতি রাখা আছে। তাঁর সেই মূর্তিতেই সকলে শ্রদ্ধা জানান। বিহারের মুঙ্গের জেলার রেল শহর জামালপুরের রামপুর কলোনীর ৩১৭ সি ডি নম্বর কোয়ার্টার আজ দেশের মধ‍্যে অন‍্যতম নদ্রষ্টব‍্য স্থান। নয়া ঠাহরের সম্পাদক দিন কয়েক সেখান থেকে ঘুরে এসেছে।পপ্রসঙ্গত, আনন্দমূর্তিজি দীর্ঘ বছর জামালপুর রেলওয়ে ওয়ার্কশপে সুনামের সঙ্গে চাকরি জীবন কাটিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.