Header Ads

গুয়াহাটিতে তৃতীয় পর্যায়ের লোকসভা ভোটে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিল ভোটরদের দীর্ঘ লাইন







দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ তৃতীয় দফার লোকসভা নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার অসমের চার কেন্দ্রে সকাল থেকেই ভোটারদে দীর্ঘ লাইন দেখা গেছে। এদিন ভোর প্রায় সাড়ে চারটে থেকে আম জনতা ভোটকেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে । এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকায় গুয়াহাটি তথা রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রগুলিতে দেখা গেছে লম্বা লাইন । অন্তিম পর্যায়ে চারটে কেন্দ্রে হচ্ছে নির্বাচন। গুয়াহাটি ,বরপেটা কোকরাঝাড় ,ধুবাড়িতে হচ্ছে ভোটগ্রহণ। গুয়াহাটি কেন্দ্রে ১৭ জন প্রার্থী রয়েছেন । এদিন সকাল সকালই ভোট দান করলেন কংগ্রেস প্রার্থী ববিতা শর্মা, সাংসদ বিজয়া চক্রবর্তী , প্রমিলা রানি ব্রহ্ম, কুইন ওজা। গুয়াহাটি কেন্দ্রে ৮০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করা হচ্ছে।  যুব ভোটারদের মধ্যে এবারে ভোটদান করার জন্য খুবই উৎসাহ দেখা গেছে।  যুব ভোটাররা বৃদ্ধাদের সাথে নিয়ে আসতে দেখা গেছে। বৃদ্ধারাও সকালেই ভোটদান করে নিতে  দেখা গেছে। ভোট দান করতে এসেছেন দিব্যাঙ্গ লোকেরাও । পাণ্ডু কলেজ গেট নিবাসী ঊষা রানী দেবনাথ হুইল চেয়ারে করে এসে ভোট  দিলেন।
 শাসক  বিরোধী দল এবার আত্মবিশ্বাসী । তারা বলছেন যে লোকদের মধ্যে সচেতনতা অনেক বেশি দেখা গেছে। তারা আত্মবিশ্বাসের সাথে ভোট দিতে এসেছে। সে যাই হোক না কেন সুস্থ সবল  রাজ্য তথা  দেশের উন্নয়নের স্বার্থে জনগন ভোট দিতে বেরিয়ে এসেছে। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে বিসংগতি থাকার জন্য ভোট দিতে দেরি হয়েছে। সিজুবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েরএকটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন খারাপের জন্য ভোট গ্রহণে দেরি হয়। সকাল ৯.টার সময় ভোটদানের হার ছিল জালুকবারীতে ১০শতাংশ, দিসপুরে ১১.২শতাংশ, গুয়াহাটি (পূর্ব)৯.৩ শতাংশ,পশ্চিম ১৩শতাংশ। সকাল ১১টার সময় ভোটদান হয়েছে  জালুকবারী ২৮,৪শতাংশ, দিসপুর২৬ শতাংশ, গুয়াহাটি পূর্ব ২৪শতাংশ ও পশ্চিম ২২শতাংশ ভোট দান হয়েছে। ওদিকে ধুবড়ি ১৪.৫২শতাংশ, কোকরাঝাড়ে ১০.৪শতাংশ, বরপেটা ১১.৭১শতাংশ  ভোটদান হয়েছে।৪০ শতাংশ লোকে ভোটদান করেছে। যা কিনা খুবই আশাজনক বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.