Header Ads

অসম-নাগাল্যান্ডে সীমান্তে বিষাক্ত মশরুম খেয়ে মৃত্যু ঘটল এক মহিলার



 প্ৰতীকী ছবি
বিপ্লব দেব, হাফলংঃ বিষাক্ত মশরুম খেয়ে ডিমা হাসাও জেলায় মৃত্যু ঘটল বছর ২৬- য়ের এক মহিলার। জানা গেছে গত ১৯ এপ্রিল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন কেন্দ্রের অধীন অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী ডাওব্লিব ডিসা গ্রামের বাসিন্দা রনিল হোজাই ও তার স্ত্রী ইমিতা হোজাই রান্না করে মশরুম খাওয়ার পর এর থেকে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে প্রত্যন্ত গ্রাম হওয়ার দরুন কোনও চিকিৎসা মেলেনি ওই মহিলার তবে ওষুধ খেয়ে মৃত মহিলার স্বামী কিছুটা সুস্থ হয়ে উঠলে রনিল হোজাই রবিবার স্ত্রী ইমিতাকে মাইবাং সরকারি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকারা ওই মহিলাকে উন্নত চিকিৎসার জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে সোমবার ইমিতা হোজাইকে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার কথা জানালে দরিদ্র পরিবারের রনিল হোজাই অর্থের অভাবে গুয়াহাটি নিয়ে যেতে পারেনি। তাই রনিল হোজাই তার স্ত্রীকে সোমবার বিকেলে ডাওব্লিব ডিসা গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে ওই মহিলার। জানা গেছে বনজ বিষাক্ত মাশরুম খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে স্বামী ও স্ত্রী তবে অসুস্থ রনিল হোজাই কোন মতে সুস্থ হয়ে উঠলেও শেষ রক্ষা হয়নি ইমিতার সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.