ডিফু সংসদীয় কেন্দ্রে বুধবার ফের ভোটগ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের
বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর স্বশাসিত ডিফু সংসদীয় কেন্দ্রে গত ১৮ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলে ও ডিফু লোকসভা সংসদীয় কেন্দ্রের একটি ভোটগ্রহণ কেন্দ্রে পুনঃভোটগ্রহণের ঘোষণা করে নির্বাচন কমিশন। কার্বি-আংলং জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার মুকুল কুমার শইকিয়া জানান গত ১৮ এপ্রিল ডিফু সংসদীয় কেন্দ্রের অন্তর্গত ১৩৬ নম্বর আপার ডিলাজি এল পি স্কুল ভোটগ্রহণ কেন্দ্রে কিছু গোলযোগ দেখা দেওয়ায় বুধবার ফের ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। জেলাশাসক জানান ১৩৬ নম্বর আপার ডিলাজি ভোটগ্রহণ কেন্দ্রে অধীনে ৬টি গ্রামের মোট ৬৮৮ জন ভোটারের মধ্যে ৫২৮ জন ভোটদান করেছিলেন। কিন্তু গত ১৮ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার ৪৫ মিনিটের মধ্যে ১৩৬ নম্বর আপার ডিলাজি ভোটগ্রহণ কেন্দ্রের ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার জেরে ইভিএম বদল করে ভোটগ্রহণ শুরু হলেও ওই বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ভিপিপেট মেশিন থেকে মকপলের ৬টি স্লিপ বের করে রাখতে ভুলে যান। এই গোলযোগের জন্য নির্বাচন কমিশন ওই ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেয় বলে জানান জেলাশাসক মুকুল কুমার শইকিয়া। জেলাশাসক জানান বুধবার ১৩৬ নম্বর আপার ডিলাজি এল পি স্কুল ভোটগ্রহণ কেন্দ্রে সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








কোন মন্তব্য নেই