Header Ads

ত্ৰিপুরার বাজারে দেদার বিকোচ্ছে ব্যাঙের পণা, সেখানে বাঙালিদেরও প্ৰিয় সুস্বাদু ব্যাঙের মাংস

 

 ছবিঃ নিজস্ব

অনুপম পাল,বালিপিপলাঃ ত্রিপুরার দামছড়া সাপ্তাহিক বাজারে ব্যাঙ বিক্রির চাহিদা প্রচুর দেখা যাচ্ছে।প্রতিবাজারে আলাদা দামে ব্যাঙ বিকোচ্ছে। ব্যাঙ ছোট বড় প্রতি কেজি ২৫০ টাকা থেকে  ৩০০   টাকা। ব্যাঙের পণা ১০০ টাকা থাকে ১৫০ টাকা  প্রতি কেজি বিক্রি হচ্ছে। ঐ বাজারের পাশেই রয়েছে মিজোরামের কানমুন বাজার। ঐ দুই বাজারের যাতায়াত  করার জন্য নদীর মাঝখানে  একটি ছোট ব্রীজ পার হয়ে যেতে হয়। দুইপারে বাজারটি জমে  সকাল ১০ টা থেকে বিকেল পযর্ন্ত। দুই বাজারেই ব্যাঙের মাংস, মাছের প্রচুর চাহিদা  রয়েছে মিজো এবং  অন্যান্য  উপজাতিদের মধ্যে। তাছাড়া  ঐ এলাকাবাসী বাঙালি সহ অন্যান্য ভাষার লোকদের  মধ্যেও ব্যাঙের মাংসে চাহিদা  কিছু কম নয়। ব্যাঙের মাংস  সুস্বাদু  বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.