Header Ads

প্ৰয়াত বিশিষ্ট শিক্ষাবিদ শিবতপন বসু

নিজস্ব সংবাদদাতা, বদরপুর- বরাক উপত্যকার প্রবাদ প্রতিম শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, তথা বদরপুর নবীন চন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিবতপন বসু আর নেই । তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান বরাকের বৌদ্ধিক মহল । শিবতপন বসুর জম্ম ১৯৪৯ সালের ৩০  জুন পশ্চিম বাংলার হুগলি  জেলার মহাপীঠ তারকেশ্বরে। শৈশব কেটেছে দক্ষিণ ও উত্তর বাংলার বিভিন্ন গ্রাম শহরে । জলপাইগুড়ি রাজগঞ্জ মহেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় থেকে স্কুল ফাইনালে উত্তীর্ণ হওয়ার পর ১৯৬৫  সালে প্রাক্ বিশ্ববিদ্যালয় এবং ৬৮ সালে স্নাতক সাম্মানিক ডিগ্রি লাভ করেন শিবতপন বাবু ।এর পর  বাংলা ও ইংরেজিতে ডিগ্রি লাভ করেন । পশ্চিম বাংলার উত্তর পূর্বাঞ্চলের লোক সংস্কৃতি নিয়ে গবেষণার ফল স্বরূপ পি এইচ ডি লাভ করেন ১৯৭৮ সালে । বদরপুর নবীন চন্দ্র কলেজে এসে অধ্যাপনা শুরু করেন ডক্টর শিবতপন বসু । পর্যায়ক্রমে বদরপুরের স্থায়ী এবং সবার প্রিয় বাসিন্দা হয়ে ওঠেন তিনি।  ছাত্রাবস্থায় যাদের শিক্ষা গুরু হিসাবে পেয়ে ছিলেন, তাদের মধ্যে ছিলেন অমিতাভ দাসগুপ্ত, দেবেশ রায়, জিতেন্দ্র সিংহ রায়, হরিপদ চক্রবর্তী, শিবচন্দ্র লাহিড়ি, শৈলেন মুখার্জি, অশ্রুধারা শিকদার, সত্যপ্রসাদ সেন গুপ্ত, প্রণয় কুণ্ডু, অম্লান দত্ত প্রমুখ । অম্লান দত্ত গত সাতের দশকে উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি লোক ইতিহাস, সমাজ ইতিহাসের পথিকৃৎ শিক্ষা গুরু ছিলেন তার । শিবতপন বাবু পঁচিশ টির বেশি গ্রন্থের লেখক ।এর মধ্যে উল্লেখ যোগ্য গ্রন্থ হচ্ছে, তিস্তা বরাকের লৌকিক দেবতা, বরাক উপত্যকার মাটি ও মানুষ, লোক ঐতিহ্যের প্রেক্ষাপটে বরাক উপত্যকার বাঙ্গালি সমাজ, আজান পীর ও আসামের সুফি তরিকা, বরাক উপত্যকার লোক সংস্কৃতিতে মুসলমান সম্প্রদাযের  অবদান    সৈয়দ মুজতবা আলী, করিমগঞ্জ থেকে কায়রো, ইতিহাসের আলোয় বদরপুর, প্রভৃতি  । সাহিত্য চর্চার সাথে ডক্টর বসু সংগীত চর্চায় নিজেকে নিয়োজিত রাখতেন । প্রখ্যাত গিটার বাদক প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যাযের কাছ থেকে দীর্ঘ দিন হাওয়াইন গিটারে তালিম নিয়েছেন তিনি । আকাশ বাণী শিলচর কেন্দ্রে গিটার বাজিয়েছেন বহু বার । জীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি । অক্লান্ত পরিশ্রমের মধ্যেও সমাজের মানুষের ডাকে ছুটে যেতেন । আজ তিনি নেই, তার শূন্যতা কখনো পূরণ হবে না ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.