Header Ads

লোকসভা ভোটে সঠিক তথ্য সম্প্ৰচারে গুগলের ব্যতিক্ৰমী পদক্ষেপ

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ সামনেই লোকসভা নিৰ্বাচন। ভোটের আগে এবং পরে সংবাদ মাধ্যমে যাতে সঠিক খবর সম্প্ৰচার হয় তার জন্য গুগল নিয়েছে এক ব্যতিক্ৰমী ইনিশিয়েটিভ। গুয়াহাটিতে শনিবার গুগলের তরফ থেকে সারাদিন ব্যাপী এক প্ৰশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে গুগল অনলাইন ভেরিফিকেশন, তথ্য যাচাই কিভাবে করতে হয়, ডিজিট্যাল সুরক্ষা, নিৰ্বাচনের ডাটা ভিজুয়ালাইজেশন, ইউটিউবে কি করে লাইভ করতে হয়, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্ৰাম, হোয়াটস অ্যাপ সমেত আমাদের বহু অ্যাকাউন্ট থাকে, সেগুলির পাসওয়াৰ্ড কিভাবে সুরক্ষিত রাখতে হয় এ সংক্ৰান্ত বিভিন্ন ইনফরমেশন সহ সোশ্যাল মিডিয়ায় কিভাবে ভুয়ো খবর এবং সঠিক খবর যাচাই করে নিতে হয় প্ৰশিক্ষণ শিবিরে তার গাইড দেওয়া হয়েছে। ভুয়ো খবর সম্প্ৰচারে সমাজে বিশৃঙ্খলা ঠেকাতে গুগলের এই পদক্ষেপ, একথা জানান প্ৰতিষ্ঠানটির এক প্ৰতিনিধি জয়কিশান এস জি। গুয়াহাটির বেলতলা এলাকার এক চারতারা হোটেলে আয়োজিত এদিনের প্ৰশিক্ষণ শিবিরে সাংবাদিক, ফ্ৰিলান্সার সমেত কটন বিশ্ববিদ্যালয়, অসম ডনবস্কো ইউনিভাৰ্সিটি, রয়েল গ্লোবাল ইউনিভাৰ্সিটি ছাড়াও শিলচরের বিভিন্ন শিক্ষাপ্ৰতিষ্ঠান থেকে ছাত্ৰছাত্ৰীরা অংশগ্ৰহণ করেন। বৰ্তমানে আমাদের চারদিকে ফেক নিউজের প্ৰভাব খুব বেড়েছে। লোকসভার ভোটের খবর সংবাদ মাধ্যমে যাতে সঠিকভাবে সম্প্ৰচার হয় তার জন্য ভারতীয় সাংবাদিকদের বিনামূল্যে প্ৰশিক্ষণ দিচ্ছে গুগল। সাংবাদিক, ফ্ৰিলান্সার সকলেই এই প্ৰশিক্ষণে অন লাইন আবেদনের মাধ্যমে অংশ নিচ্ছেন। গোটা উত্তরপূৰ্বাঞ্চল সমেত দেশের ৩০ টি শহরে গত ২৬ ফেব্ৰুয়ারি থেকে শুরু হয়েছে গুগলের এই প্ৰশিক্ষণ শিবির। চলবে ৬ এপ্ৰিল পৰ্যন্ত।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.