Header Ads

পরীক্ষামূলকভাবে বন্ধ করা হল পুরানা শরাইঘাট সেতু

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ ব্রহ্মপুত্র নদের ওপর তৈরি পুরনো শরাইঘাট সেতু পরীক্ষা মূলক ভাবে শুক্রবার বন্ধ রাখল প্রশাসন। এদিন ভোর ছয়টা থেকে বন্ধ করে দেওয়া হয় সেতুর ওপর দিয়ে যাতায়াত। সেতুর মেরামতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং কামরূপ জেলা প্রসাশন। তিন মাসের মধ্যে সেতুর মেরামতির কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে সেতুতে যানবাহন চলাচল বন্ধ হওয়াতে  তীব্র যানযট সৃষ্টি হয়েছে। ফলে যানযট নিয়ন্ত্রণ করার জন্য কামরূপ মহানগর পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে। নতুন সেতুর মাঝের ডিভাইডার না থাকার ফলে যানবাহন যাতে ওভারটেক না করতে পারে সেদিকে নজর রাখছে যানবাহন পুলিশ। এ সময় বড় গাড়ীর চলাচল বন্ধ থাকবে। এক সংবাদিক সম্মেলনে একথা জানান কামরূপ জেলা শাসক (গ্রা) কমল কুমার বৈশ্য।
উল্লেখ্য, পুরনো শরাইঘাট সেতু দিয়ে রোজ হাজারো গাড়ী চলাচল করে। ১৯৬২সালে তৈরি করা এই সেতুতে পুরনো হওয়ার ফলে বৰ্তমানে বড় বড় গর্ত হয়ে পড়েছে। ফলে এর মেরামতির জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেতুর মাঝে অনেক স্ল্যাব পাল্টানো হবে যেগুলো পুরোনো হয়ে গিয়ে ফাটল ধরেছে।এর আগেও বেশ কয়েকবার সেতুর মেরামতির কাজ করা হলেও পুরো ঠিক করা হয়নি। এবার সেতুর ওপর যাতায়াত বন্ধ করে মেরামতির কাজ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.