Header Ads

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক জয় জামুগুরিহাটের প্রাচুর্যকল্প বড়ুয়ার

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ৮ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে যায় আন্তর্জাতিক মার্শালআর্ট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জামুগুরিহাটের যুবক প্রাচুর্য কল্প বড়ুয়া ব্রোঞ্জের পদক অর্জন করতে সফল হয়। ওয়ার্ল্ড মুই থাই অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড মুই ওরাল ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই মার্শাল আর্ট প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৬৯টি দেশের খেলোয়াড় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ লাভ করে, তাদের মধ্যে পদক প্রাপ্ত খেলোয়াড় জামুগুরিহাটেরর প্রাচুর্য কল্প বড়ুয়া অন্যতম। বিদেশের মাটিতে ভারতীয় দলের প্রতিনিধি করে ব্রোঞ্জের পদক লাভ করার পরে জামুগুরিহাট যুবক প্রকল্প বড়ুয়াকে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান অভিনন্দন জ্ঞাপন করেছে। উল্লেখ্য, প্রাচুর্য কল্প বড়ুয়া হল জামুগুরিহাটের মাধবগাও নিবাসী তথা জামুগুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অর্থনীতি বিভাগের শিক্ষক তরুণ বড়ুয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী কবিতা বড়ুয়ার কনিষ্ঠপুত্র। প্রাচুর্য কল্প বড়ুয়ার এই সাফল্য সমগ্র অঞ্চলটিকে গৌরবান্বিত করেছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.