Header Ads

মাসুদকে নিয়ে রাষ্ট্ৰপুঞ্জে প্ৰকাশ্য আলোচনা চায় পশ্চিমি কূটনৈতিক মহল!

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ পুলওয়ামা হামলার দায় স্বীকার করলেও জইশ-ই মহম্মদ নেতা মাসুদ আজহারকে রাষ্ট্ৰপুঞ্জের ‘গ্লোবাল টেররিস্ট’-এর কালো তালিকায় রাখার ব্যাপারে আপত্তি জানিয়েছে চিন। এ নিয়ে গত দশ বছরে মোট চারবার আজহারের নামটি এই তালিকায় রাখতে বাধা দিল চিন। বিষয়টি নিয়ে অসন্তোষ প্ৰকাশ করেছে আমেরিকা, ফ্ৰান্স এবং ব্ৰিটেনও। তবে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে আর চিনের সম্মতির জন্য অপেক্ষা করতে রাজি নয় পশ্চিমি কূটনৈতিক মহল। বিষয়টি নিয়ে প্রকাশ্য আলোচনা চায় তারা। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১৫'টি সদস্য দেশের মধ্যে ১৪'টি দেশই এই ইস্যুতে ভারতকে তাদের সমর্থন জানিয়েছে। চিনের এই বাধার ফলে মাসুদ আজহার নিয়ে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত পিছিয়ে গেল আরও ৬ মাস। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্য দেশের কাছেই মাসুদ আজহার সম্বন্ধে বিবিধ জরুরি তথ্য সরবরাহ করবে ভারত, যাতে তার বিরুদ্ধে কঠোরতম সিদ্ধান্তটি সুষ্ঠুভাবে নেওয়া যায়। প্রসঙ্গত, কদিন আগেই ভারতের বিদেশ মন্ত্ৰী সুষমা স্বরাজ পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী ইমরান খানের উদ্দেশ্যে বলেছিলেন- তিনি যদি এতোটাই উদারমনা হয়ে থাকেন তহালে মাসুদকে ভারতের হাতে তুলে দিক। শুধু তাই নয়, বিদেশমন্ত্ৰী এও বলেছেন পাকিস্তান সন্ত্ৰাস দমনে কঠোর ব্যবস্থা নিক, তারপর ভারতের সঙ্গে আলোচনার কথা আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.