Header Ads

লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুয়াহাটিতে ‘রান ফর ভোট’

 
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে লোকসভা নির্বাচানের প্রাক মুহূর্তে নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দ্যেশ্যে সোমবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হল ‘রান ফর ভোট’। মহানগরের লাতাশিল ময়দান থেকে বের হয় এই সজাগতা দৌড়। এই দৌড় দিঘলী পুখুরী থেকে শুরু হয়ে ফের লতাশিল ময়দানে গিয়ে শেষ হয়। প্ৰসঙ্গত, ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের ভোট। কামরূপ মহানগর জেলা প্রাশাসন ও নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজন করা হয় এই সজাগতা দৌড়ের। মহানগরের বিভিন্ন শিক্ষা প্ৰতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। ছাত্ৰছাত্ৰীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে আয়োজন করা হয় এই দৌড়ের। কামরূপ মহানগরের জেলা শাসক বিশ্বজিৎ পেগু এই দৌড়ের ফ্ল্যাগ অফ করেন। ‘রান ফর ভোট’এ জেলা নির্বাচনীর আধিকারিকদের পাশাপাশি প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নবীন প্রজন্মকে আকর্ষিত করতে তথা তাদের মধ্যে সজাগতা বাড়াতে এই রেলীর আয়োজন করা হয়। সকলেই যাতে ভোট দিতে এগিয়ে আসে তার জন্যই এই ‘রান ফর ভোট-এর আয়োজন করা হয়। এই উপলক্ষে  মহানগরের সমস্ত ব্যানার ও পোস্টেরও খুলে ফেলার নিৰ্দেশ দিয়েছে জেলা প্ৰশাসন। পথ নাটিকা ও বিজ্ঞাপনের মাধ্যমেও ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হবে বলে প্ৰশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অসমে ১১, ১৮ এবং ২৩ এপ্ৰিল তিনটি পৰ্যায়ে লোকসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.