Header Ads

অস্মিতা ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

 

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ সমগ্র বিশ্বের সাথে সংগতি রেখে বেসরকারী সংগঠন অস্মিতা ফাউন্ডেশনও শুক্ৰবার পালন করল আন্তর্জাতিক নারী দিবস । মহানগরের নিবেদিতা ডান্স মিউজিক ও আর্ট স্কুলের (লাল গনেশ)যৌথ উদ্যোগে পালন করা হয় এই দিবস । এই উপলক্ষে গত এক মাস ধরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের ও মহিলাদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, লোকনৃত্য, আধুনিক নৃত্য ,ও পোস্টার তৈরি সমেত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রী এবং মহিলারা অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ওয়াইডব্লিউসিএ জুনিয়র কলেজের প্রিন্সিপাল ইন্দিরা দেবী  নারী দিবসের কথা তথা ভারতের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে যে সমস্ত মহিলারা কাজ করছেন তাদের কথা উল্লেখ করেন। মহিলাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি মেয়েদের সচেতন হবার সাথে সাথে অভিবকদেরও সচেতন হতে আহ্বান জানান। প্রসঙ্গত, গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ শংকর দে হিন্দুদের প্রাচীন ধর্ম গ্রন্থ রামায়ণ ও মহাভারতের কথা উল্লেখ করে বলেন সীতার কথা আত্মত্যাগের কথা বলেন। তিনি সমাজে মহিলাদের  বৈষম্যের সাথে মহিলাদের আইনী সুরক্ষা ও মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলাদের অবস্থার কথা বলেন। এদিন সবাইকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ওয়াইডব্লিউসিএ জুনিয়ার কলেজের প্রিন্সিপাল ডঃ ইন্দিরা দেবী, গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর দে,অস্মিতা ফাউন্ডেশন সভাপতি দেবযানী পাটিকর, নিবেদিতা ডান্স মিউজিক ও আর্ট স্কুলের অধ্যক্ষা,অস্মিতা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুনিতা দত্তের  সঙ্গে বহু গণ্য মান্য ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.