Header Ads

দেশের নেতারা ভোটপ্ৰচারে মত্ত, গঙ্গাকে বাঁচাতে আত্মবলির মিছিল

ছবি, সৌঃ লাইভমিন্ট.কম
 কেরলের ২৬ বছরের স্বামী আত্মবোধনন্দ

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ গঙ্গা ভারতের পবিত্র নদী আজ কলুষিত। অসমের নদ ব্রহ্মপুত্র ও বরাক নদী দূষিত। গঙ্গাকে দূষণমুক্ত করতে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করেও ব্যর্থ হয়েছে। ভারতের ধর্ম, ভারতের সংস্কৃতি গঙ্গার পবিত্রতা রাখতে একজনের পর একজন আত্মহত্যা করেছেন। দেশে কোনও প্রতিক্রিয়া নেই। ২০১১ সালে প্রাণ দেন ৩৭ বছরের স্বামী নিগমানন্দ। তারপর প্রফেসর জি ডি আগারওয়াল। তারপর শান্ত গোপাল দাসজি আমারণ অনসনে বসে মৃত্যুর পর কেরলের ২৬ বছরের স্বামী আত্মবোধনন্দ ১৩৬ দিন ধরে অনসনে রয়েছেন। দেশে কোনো খবর নেই। তিনি দেশবাসীর কাছে কাতর প্রার্থনা করে বলেছেন আমার জন্যে নয়, গঙ্গাকে বাঁচাতে চিন্তা করুন। দেশের বিশিষ্ট নদী বিশেষজ্ঞ শ্রীমতি জয়া মিত্র গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.