Header Ads

চিকিৎসা সেরে আমেরিকা থেকে দেশে ফিরলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি

নয়া ঠাহর প্ৰতিবেদন, দিল্লিঃ চিকিৎসা সেরে শনিবার দেশে ফিরলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ আমেরিকা থেকে দেশে ফিরে আসার আনন্দ ও উচ্ছাস ধরা পড়ে তাঁর ট্যুইটে৷ ট্যুইটারে তিনি লিখেছেন- ‘বাড়ি ফিরে আনন্দিত বোধ হচ্ছে৷’ চিকিৎসার জন্য জানুয়ারি মাসে নিউইয়র্ক যান ৬৬ বছর বয়সী জেটলি৷ সূত্রের খবর, অর্থমন্ত্রীর ক্যানসার ধরা পড়ে৷ সেই কারণে ১ ফেব্রুয়ারি মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেননি অরুণ জেটলি৷ রেলমন্ত্রী পীয়ুষ গোয়েলকে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়৷ তিনিই পেশ করেন অন্তর্বর্তী বাজেট৷ আমেরিকায় থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন জেটলি৷ বিভিন্ন বিষয়ে ট্যুইট ও ফেসবুক পোস্ট সবই করতেন৷ সিবিআই নিয়োগ থেকে বিরোধীদের মহাজোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন৷ ভিডিও কলের মাধ্যমে সাংবাদিকদের বাজেট সংক্রান্ত নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন জেটলি৷ গত বছর থেকে তিনি কিডনির সমস্যায় ভুগছেন৷ নিয়মিত ডায়ালিসিস চলছিল৷ পরে এপ্রিল থেকে অফিস আসা বন্ধ করে দেন৷ ভরতি হন এইমসে৷ তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হয়৷ সুস্থ হয়ে ফের তিনি ফিরে আসেন নর্থ ব্লকের অফিসে৷ জেটলি না থাকাকালীন তখনও অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল পীয়ুষ গোয়েলকে৷



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.