Header Ads

বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব কুমার ফুকনকে দেওয়া হল ২০১৯ সালের সংবাদ প্ৰহরী পুরস্কার

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ওয়েব পোৰ্টাল ‘সংবাদ প্ৰহরী’র চতুৰ্থ বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব কুমার ফুকনকে দেওয়া হল ২০১৯ সালের সংবাদ প্ৰহরী পুরস্কার। দিসপুর প্ৰেসক্লাবে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অতনু ভুইঞা। তিনি বলেন- বৰ্তমানে সংবাদ মাধ্যম ধনবলে চলছে। বিশেষ করে কাগজ এবং টিভি চ্যানেলগুলিতে বিভিন্ন সময়েই নিৰ্দিষ্ট কিছু খবর পরিবেশনের জন্য চাপ প্ৰয়োগ করা হয়। সেক্ষেত্ৰে ওয়েব মিডিয়ার কথা একেবারে আলাদা। তাঁর মতে কাগজ অথবা চ্যানেলগুলির তুলনায় ওয়েব মাধ্যমে কোনও বাধা আপত্তি  থাকে না। কাজেই ওয়েব মিডিয়া সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এদিনের অনুষ্ঠানে সংবাদ প্ৰহরী গোষ্ঠীর মাসিক পত্ৰিকা ‘অসমিয়াআ সমাহার’-এর সম্পাদনা উপদেষ্টা তথা নীলাভ কবি আসফিয়া আহমেদ ‘সংবাদ প্ৰহরী’ শীৰ্ষক একটি কবিতা পাঠ করেন। পরিচালন সম্পাদক গোলাপ মজুমদারের সহযোগিতায় সাংবাদিক অতনু ভুইঞা বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব কুমার ফুকনের হাতে ‘সংবাদ প্ৰহরী’ পুরস্কার তুলে দেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের বৰ্তমান পরিস্থিতি, সমস্যা ইত্যাদি নিয়ে বক্তব্য তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক তথা  ‘নয়া ঠাহরে’র সম্পাদক অমল গুপ্ত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ‘গণ অধিকারে’র সম্পাদক ডঃ জাকির হুসেন, সহযোগী সম্পাদক গিরীন্দ্ৰ শইকিয়া, প্ৰবীণ সাংবাদিক সূৰ্য নাথ, অতিরিক্ত সম্পাদক সুলতান মাহমুদ মিৰ্ধা, ‘অসমিয়া খবর’-এর উপ সম্পাদক ফাইজুর রহমান সমেত নতুন পুরনো বহু  লেখক, সাংবাদিক, সমাজকৰ্মী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.