Header Ads

ভূপেনকে ‘ভারতরত্ন' অযথা বিতৰ্ক, পরিবারের ক্ষোভ নেইঃ সমর হাজরিকা



গুয়াহাটিঃ সুধাকণ্ঠ ভূপেন হাজরিকাকে ভারত সরকার ভারতরত্ন প্ৰদান করায় সমগ্ৰ অসমবাসী খুশী হয়েছে। ভূপেন হাজরিকার পরিবারও সন্তোষ প্ৰকাশ করেছে, কোনও ক্ষোভের বহিঃপ্ৰকাশ নেই। তার পুত্ৰ তেজ হাজরিকা বাবার ভারতরত্ন পাওয়ায় সেই সম্মান প্ৰত্যাখ্যান করার কথা বলেন নি। শুধু মাত্ৰ ভারতরত্ন সম্মান নিয়ে রাজনীতি চলছে রাজ্যে। ভূপেন হাজরিকার ভাই সমর হাজরিকা আজ এক বিবৃতিতে এই মন্তব্য করে বলেছেন, মহান ভারতীয় হিসাবে বিশ্ব নাগরিক হয়ে সমাজ জীবনে অমূল্য অবদান রেখে গেছেন ভূপেন হাজরিকা। ভারত সরকার তাকে পদ্মশ্ৰী, পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ ছাড়াও দাদা সাহেব ফালকে সহ সঙ্গীত নাটক এ্যাকাডেমির সম্মান প্ৰদান করেছে। অসম সরকার তার দাদা ভূপেন হাজরিকাকে যথাচিত সম্মান দিয়েছে। কলকাতার টালিগঞ্জ বাসভবন ক্ৰয় করবে অসম সরকার। কেবল মাত্ৰ বিতৰ্কে জড়ানো হচ্ছে। এদিকে প্ৰদেশ কংগ্ৰেস কমিটি অসমের পৰ্যবেক্ষক হরিশ রাওয়াত এক বিবৃতিতে পুত্ৰ তেজ হাজরিকার সিদ্ধান্তে সন্তোষ প্ৰকাশ করে বলেছেন, বৰ্তমান সরকার নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে অসমের ভাষা- সংস্কৃতি ধ্বংস করছে। তারই প্ৰতিবাদেই পুত্ৰ তেজ হাজরিকা ভারতরত্ন প্ৰত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.