Header Ads

লামডিংয়ের ২৭ নং জাতীয় সড়কে দুৰ্ঘটনা, মৃত ১

 
স্বপন দাস লামডিং- লামডিংয়ের ২৭ নং জাতীয় সড়কে সোমবার সংঘটিত হয় এক ভয়ংকর দুৰ্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিনন্দম দাস ওরফে পাপু নামের এক যুবকের। বাকি চারজন অভি নাগ, বিকী ধর, টুটন দত্ত  সহ আরও এক যুবক গুরুতরভাবে আহত হয়। সংকটজনক অবস্থায় তাদের হোজাইয়ের হাসপাতালে ভৰ্তি করানো হয়। বিজেপির প্ৰাক্তন বিধায়ক সুশীল দত্ত আঘাত প্ৰাপ্ত চারজন যুবককে নিজের গাড়িতে হাসপাতালে নিয়ে যান। মহিন্দ্ৰা XUV500 AS02H6424 নম্বরের গাড়িটি হোজাই থেকে লামডিং আসার পথে দাড়িয়ে থাকে একটি ট্ৰাককে সজোড়ে ধাক্কা মারলে দুৰ্ঘটনাটি ঘটে।  

No comments

Powered by Blogger.