Header Ads

নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে রাজ্যজুড়ে রেলপথ অবরোধ অজাযুছাপ-এর, প্রতিবাদ, ব্যহত হয় ট্রেন পরিষেবা

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার সমস্ত রাজ্যে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ রেলপথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে । এদিন সকাল  থেকেই  ছাত্র পরিষদ রাজ্যের বিভিন্ন প্রান্তের রেলপথ অবরোধ করে প্রতিবাদ দেখায়। গোলাঘাট, ওদালগুরি, গুয়াহাটি, ধেমাজি সমেত রাজ্যের বিভিন্ন প্রান্তের রেলপথ অবরোধ করে প্রতিবাদকারীরা। নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে মালিগাঁওয়ে রেলপথ অবরোধ করে প্রতিবাদী কার্যসূচী চালান অজাযুছাপ-এর সদস্যরা। বিলটি বাতিল না হওয়া পর্যন্ত তীব্র প্রতিবাদ চালিয়ে যাওয়ার হুমকি দেয় প্রতিবাদকারীরা। সেইসঙ্গে সরকারবিরোধী স্লোগানে উত্তাল করে তোলে মালিগাঁও অঞ্চল । পরে  খবর পেয়ে জালুকবাড়ি পুলিশ, রেল সুরক্ষা বল, জিআরপি, ঘটনাস্থলে পৌঁছয়। প্রতিবাদকারীদের  প্রতিবাদ করতে বাধা দেয় । প্রতিবাদকারীদের বাধা দেওয়ার ফলে  প্রতিবাদকারী ও পুলিশের মাঝে  হাতাহাতি হয়, ফলে সেখানে এক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় । বহু প্রতিবাদকারীকে  আটক করে পুলিশ। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে নল বাড়িতে রেলপথ অবরোধ করে প্রতিবাদকারীরা। নলবারী স্টেশনে প্রায় এক ঘন্টা ধরে আবদ্ধ করে রাখে যাত্রীবাহী রেল। বিল বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে ছাত্র পরিষদ রেলপথ অবরোধ করে। মূর্কংসেলেক রঙ্গিয়া অভিমুখী যাত্রীবাহী রেল অবরোধ করে প্রতিবাদকারীরা প্রতিবাদ  সাব্যস্ত করে।  নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে চপার মুখে রেলপথ অবরোধ করে সংগঠনটির শতাধিক প্রতিবাদকারী। আটকে রাখা হয় ব্রহ্মপুত্র মেইল। প্রায় শতাধিক প্রতিবাদকারী এই প্রতিবাদী কার্যসূচীতে অংশগ্রহণ করে ।নাজিরহাট, শিমুলগুড়িতে রেল জংশনে  জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সদস্যরা  রেল অবরোধ  কার্যসূচি পালন করে । নাগরিকত্ব সংশোধনী বিধায়ক ২০১৬ বাতিল করার দাবিতে প্রতিবাদকারীরা  অবোধ অসম এক্সপ্রেস অবরোধ করে করে প্রতিবাদ সাব্যস্ত করে। অন্যদিকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রতিবাদ করার ফলে রাজ্যের বিভিন্ন  স্থানে আটকে পড়ে বহু ট্রেন। এর ফলে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। রঙ্গিয়া - মূর্কংসেলেক প্যাসেঞ্জার ট্রেনটি এক ঘন্টার জন্য হরিসিঙাতে, কামরূপ এক্সপ্রেস বরপেটা রোডে দেড় ঘন্টা সময়ের জন্য, মূর্কংসেলেক- রঙ্গিয়া প্যাসেঞ্জার ট্রেনটি হারমতিতে এক ঘন্টা, মেন্দিপাথার -গুয়াহাটি প্যাসেঞ্জার  আধঘন্টা নলবাড়িতে ,ডেকারগাও - মূর্কংসেলেক প্যাসেঞ্জার ট্রেন ৪০ মিনিট ধেমাজিতে,  নাহারলাগুন -গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস কামাখ্যা স্টেশনে ২০ মিনিট, রঙ্গিয়া -ডিব্রুগড় এক্সপ্রেস  ২০ মিনিট লামডিং, ডিব্রুগড় দিল্লী ব্রহ্মপুত্র মেইল চাপের মুখে ১৫ মিনিট, ডিব্রুগড় রঙ্গিয়া এক্সপ্রেস ফাকাটিংএ আধঘন্টা, নাহারলাগুন- নিউ তিনসুকিয়া এক্সপ্রেস ৫০ মিনিটের জন্য পানি তলাতে  আটকে থাকে। এরপরে প্রতিবাদকারীরা প্রতিবাদ স্থল থেকে সরে গেলে ধীরে ধীরে ট্রেন চলাচল ফের  স্বাভাবিক  হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.