Header Ads

গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি মাত্র ৮ মিনিটে, খুব শীঘ্ৰই চালু হচ্ছে রোপওয়ে


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি মাত্র ৮ মিনিটে পৌঁছনো যাবে। খুব তাড়াতাড়ি জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে রোপওয়ে। অসম পর্যটন বিভাগের এটি একটি নতুন সংযোজন। খুব তাড়াতাড়ি গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটির জনসাধারণের জন্য চালু হতে চলেছে এই পরিষেবা। প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই রোপওয়েতে একবারে ৩০ জন যাত্রী একসাথে পার হতে পারবে। গর্ভেনটার নামে সুইজারল্যান্ডের একটি কোম্পানির তত্ত্বাবধানে এর নির্মাণের কাজ পূর্ণ গতিতে চলছে। নির্মাণ করা হয়েছে দুই কিলোমিটার দৈর্ঘ্য রোপওয়ে। ১২ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হবে। মাত্র ৮ মিনিটের ব্যবধানে পার হতে পারা যাবে বিশাল ব্রহ্মপুত্র। আশা করা হচ্ছে- বহাগ বিহুর আগেই এই রোপওয়ের চলাচল শুরু হয়ে যাবে। শুরু হবে যাত্রার এর এক নতুন অধ্যায়। তবে এ নিয়ে নানা মানুষের নানা মত। অনেকের মতে এর জন্য ভাড়া হয়ত বেশী দিতে  হবে। ফলে এর দ্বারা যাতায়াত করতে খরচা বেশি লাগবে। অনুমান  করছেন সাধারণ লোকেরা। তারা এই রোপওয়ের ব্যবহার কতটুকু করতে পারবে সেটা চিন্তার বিষয়। তবে পর্যটনের ক্ষেত্রে এটা স্বাভাবিক ভাবেই এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছে সাধারণ মানুষ। উত্তর গুয়াহাটিবাসীদের মতে যাতাযাতের জন্য লঞ্চ সবচেয়ে বেশি উপযুক্ত। কারণ অসুস্থ হয়ে গেলে রোগীদের নিয়ে রোপওয়ে দিয়ে উত্তর  গুয়াহাটি থেকে গুয়াহাটি আসাটা অসম্ভব বলেই মনে করেন অনেকে। ফলে উত্তর গুয়াহাটিবাসীদের লঞ্চ পরিষেবার ওপর বেশী আস্থা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.